ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শৃঙ্খলা ফেরাতে চান ক্যারিবীয় কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
শৃঙ্খলা ফেরাতে চান ক্যারিবীয় কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের সোনালী যুগটা কবেই ফুরিয়ে গেছে। তবে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারো স্বরুপে ফেরাতে চান ক্যারিবীয়দের বর্তমান কোচ ফিল সিমন্স।

এর জন্য দলের শৃঙ্খলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ৫১ বছর বয়সী এ কোচ।

২০১৫ বিশ্বকাপ শেষে আয়ারল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে উইন্ডিজ দলের প্রধান কোচ হন সিমন্স। তার অধীনে প্রথম চ্যালেঞ্জেই ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে হোল্ডার-স্যামুয়েলসরা। সোমবার অ্যান্টিগায় দু’দলের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।

সিমন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ভালো অবস্থানে নেই। এ ধরণের নাজুক অবস্থা খুবই হতাশাজনক। এখান থেকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় তো লাগবেই। বর্তমানে প্রতিভাবান তরুণ ক্রিকেটারের ঘাটতি রয়েছে। তবে, এটি ক্ষণস্থায়ী সমস্যা। যারা দলে রয়েছে তাদের মধ্যে পেশাদারী মনোভাবটা থাকা জরুরী। অন্যথায় ইতিবাচক ফলাফল আসবে ‍না। ’

ক্যারিবীয়ান কোচ আরও বলেন, ‘শৃঙ্খলাই একটা দলের উন্নতির চাবিকাঠি। যেটি ওয়েস্ট ইন্ডিজ দলে বর্তমানে অনুপস্থিত। উইন্ডিজ দলকে পুনরুজ্জীবিত করতে হলে এর কোনো বিকল্প নেই। এছাড়াও সফলতার জন্য দলের সবাইকে অনুশীলনে কঠোর পরিশ্রম করতে হবে এবং খেলার সময় অবশ্যই সেরাটা দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।