ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সিরিজে টাইগারদের স্পন্সর প্রাণ ফ্রুটো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
পাকিস্তান সিরিজে টাইগারদের স্পন্সর প্রাণ ফ্রুটো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে প্রাণ ফ্রুটো। দেশীয় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল  প্রথমবারের মতো ক্রিকেটের সাথে সম্পৃক্ত হলো।

১৭ এপ্রিল থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগারদের জার্সিতে শোভা পাবে প্রাণ ফ্রুটোর লোগো।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন টিম স্পন্সরের নাম ঘোষণা করা হয়। এ সময় হোম সিরিজে টাইগারদের জার্সিও উন্মোচন করা হয়। বিশ্বকাপের জার্সিটিই থাকছে এবারও। শুধু টিম স্পন্সর হিসেবে প্রাণ ফ্রুটো লোগো থাকবে তাতে।

এর আগে বিসিবির নিলামে টিম স্পন্সরের স্বত্ব পায় মিডিয়া প্ল্যানিং কোম্পানী ‘টপ অব মাইন্ড’। তারা এই স্বত্ব বিক্রি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের কাছে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান খান চৌধুরী ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।