ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে সোমবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের বাংলাদেশ সফর।
মূল সিরিজ শুরুর আগে বুধবার (১৫ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আজহার আলীর দল। প্রস্তুতি ম্যাচে নামার আগে মঙ্গলবার মিরপুরের বিসিবি একাডেমী মাঠে প্রথম দিনের অনুশীলন সেরেছে পাক ক্রিকেটাররা।
দুপুর আড়াইটায় অনুশীলন শুরু হলেও বৃষ্টির কারণে মাঝে প্রায় ১৫ মিনিট অলস সময় কাটায় তারা।
বৃষ্টি থামতেই ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু করে অতিথি দলটি। একাডেমী মাঠের তিনটি নেটে ব্যাটিং শুরু করেন আজহার আলী, এহসান আদিল, হাফিজরা। নেটে পেস বলের ঝড় তুলেন জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, রাহাত আলীরা।
বেশ খানিক সময় হাত ঘুরিয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার সাঈদ আজমল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি এই ডানহাতি স্পিনার।
বোলিং অ্যাকশন শুধরে নিয়ে নতুন ভঙ্গিমায় বল ছুড়েছেন তিনি। বল ডেলিভারির সময় আগের চেয়ে অনেকটাই হাত সোজা রাখতে দেখা দেখা গেছে তাকে। এতে তার বোলিংয়ের গতি কিছুটা কমে গিয়েছে। আট কদম দৌড়ে এসে বল ছুড়তে দেখা গেছে তাকে।
আজমলের সঙ্গে হাত ঘুরিয়েছেন বাঁহাতি স্পিনার ফাওয়াদ আলম ও লেগ স্পিনার সাদ নাসিম। ডানহাতি লেগস্পিনার নাসিম নেটে অসাধারণ বোলিং করেছেন। বাংলাদেশের তরুণ নেট বোলাররাও পাকিস্তান ব্যাটসম্যানদের বল ছুড়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এসকে/এমআর