ফতুল্লা থেকে: অনেক জল্পনা-কল্পনার পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে বুধবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে তারা।
এ কারণেই দর্শকদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে ম্যাচটি। ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট কম হয় বলে স্থানীয় দর্শকরা এ ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচ মনে করে উপভোগ করছেন। গ্যালারী-ভর্তি দর্শকের উপস্থিতি দেখে আঁচ করার উপায় নেই এটি প্রস্তুতি ম্যাচ!
সকাল ৯টা ১৫ মিনিটে স্টেডিয়ামের গেট খুলে দিতেই ভেতরে ঢোকার জন্য হুমড়ি খেয়ে পড়ে স্থানীয় দর্শকরা। বৈশাখের শুরুতে তীব্র তাপদাহের মাঝেও ম্যাচটি উপভোগ করছেন তারা। আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দলের উইকেট পড়তেই গ্যালারীতে ভুঁভুজেলায় আওয়াজ তুলছেন দর্শকরা। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচটিতে যেন পুরোপুরি-ই আন্তর্জাতিক ম্যাচের আবহ।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালের মার্চে। এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল শেষ ম্যাচটি। এর পর আর আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে পারেনি নারায়নগঞ্জবাসী।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও এই মাঠে নেই কোনো ম্যাচ। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও খুলনায়। তাই, প্রস্ততি ম্যাচ দেখেই ক্রিকেট-ক্ষুধা নিবারণ করছেন নারায়নগঞ্জবাসী।
বাংলাদেশ সময়: ১২২২ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/আরএম