ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

আইপিএল শেষ ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, এপ্রিল ১৬, ২০১৫
আইপিএল শেষ ফিঞ্চের

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের এ অজি তারকা বাকি আসরে অংশ নিতে পারবেন না।



ফিঞ্চ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, স্ক্যানের ফলাফল আশাব্যঞ্জক নয়। বোধ হয় আমার এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না।

চলতি আইপিএল আসরে ফিঞ্চ মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে এবারের আসরে তেমন সুবিধা করতে না পারা ফিঞ্চ গত মঙ্গলবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে ‘রিটায়ার্ড’ হয়ে মাঠ থেকে উঠে যান।

পরে স্কান করা হলে বিশ্বকাপ জয়ী এ ব্যাটসম্যান বাম ঊরুতে মারাত্মক চোট পেয়েছেন বলে মুম্বাই ক্লাব কর্তৃপক্ষ জানায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।