ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ই টাইগারদের লক্ষ্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
সিরিজ জয়ই টাইগারদের  লক্ষ্য ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে অবিস্মরণীয় এক সাফল্য পেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের দলটি।

এরপর কেটে গেছে প্রায় ১৬ বছর। অথচ বাংলাদেশের সুখ-স্মৃতিতে ওই একটি ম্যাচই।   এরপর আর পাকিস্তানকে হারাতে সক্ষম হয়নি বাংলাদেশ দল।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

বিশ্বকাপে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় আগামীকালের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফিকে বিশ্রাম দেয়ায় অধিনায়কত্ব করেছিলেন সাকিব।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই জয় চায় বাংলাদেশ। ১৬ বছরের গেরো থেকে মুক্ত হতে চায় তারা। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আশার কথাই শুনিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভালো করার এটা আমাদের সেরা সুযোগ। বিশ্বকাপে যে ধারাবাহিক ক্রিকেট আমরা খেলেছি-সেটা যদি খেলতে পারি  তাহলে এই সিরিজে রেজাল্ট আনা সম্ভব। ’

সাকিবের আত্মবিশ্বাসের মূলে বিশ্বকাপ পারফরম্যান্স। বিশ্বকাপে অসামান্য অবদান রেখেছিলেন তরুণ ক্রিকেটাররা। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা ‍খুব ভালো করছে। যে কারণে বিশ্বকাপে তাদের সিলেক্ট করা হয়েছিল সেটা তারা প্রমাণ করেছে। আমরা টিম হিসেবে কনফিডেন্ট। ’

পাকিস্তান দল প্রসঙ্গে সাকিব বলেন, ‘পাকিস্তান অবশ্যই ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই আমাদের জ্বলে উঠতে হবে। ’

বিশ্বকাপে বাউন্সি উইকেটে খেলেছে বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে খেলা। নতুন করে নিজেদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে কী না-এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমরা সবসময়ই এ মাঠে খেলি। বিশ্বকাপের জন্য দুই-তিন মাসের একটা গ্যাপ ছিল। এটা সমস্য না। উইকেট দেখেছি। দেখে মনে হলো স্পোর্টিং হবে। ’

প্রথম ম্যাচের একাদশ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখনো আমরা টিম ঠিক করিনি। কে খেলবে কে খেলবে না-এটা শতভাগ ঠিক হয়নি। অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। কালকের ম্যাচ জেতার জন্য যেটা মনে হবে বেস্ট টিম-সেটিই নামবে।
কম্বিনেশন যে রকমই হোক আমরা ওটাতে মানিয়ে নিতে পারি। সকল খেলোয়াড়েরই ধারণা আছে উইকেটের সঙ্গে, প্রতিপক্ষের কারণে একেক দিন একেক রকম কম্বিনেশন হতে পারে। ’

বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান দলের অধিনায়ক আজহার আলী। তিনি বলেন, আমাদের দলে তরুণ কিছু ক্রিকেটার আছে। তারা খুবই ট্যালেন্টেড। আশা করছি তারা ভালো করবে। তাছাড়া অধিনায়ক হিসেবে  আগামীকাল আমার অভিষেক হচ্ছে। আমি খুবই এক্সাইটেড।

ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে আজহার বলেন, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তরুণ একটি দল। প্রস্তুতি ম্যাচে সবাইকে পরখ করে নেয়া গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে পাকিস্তান দল তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।