ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বহিষ্কার হতে পারেন পাক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বহিষ্কার হতে পারেন পাক ক্রিকেটার ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানি বাঁহাতি স্পিনার রাজা হাসান নেশাজাতীয় পদার্থ কোকেন সেবনে প্রমাণিত হয়েছেন। আর এর ফলে যে কোন প্রতিযোগিতা মূলক ম্যাচ থেকে আগামী দুই বছরের জন্য বহিষ্কার হতে পারেন তিনি।



করাচিতে পেনটাঙ্গুলার কাপে খেলার সময় হাসানের নমুনা নিয়ে ভারতের ‘ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং অ্যাজেন্সি’তে পরীক্ষা করা হলে পরে তা প্রমাণিত হয়।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এ ঘটনার সঠিক তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হয়েছে। আর হাসানকে তার ‍আইনজীবী নিয়োগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

পিসিবি’র এক বিবৃতিতে বলা হয়, আমরা এ ব্যাপারটি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ এই প্রথমবার কোনো ক্রিকেটার কোকেন সেবনে ‘পজিটিভ’ প্রমাণিত হয়েছে। তবে তদন্ত কমিটির কাছে যদি হাসান নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাহলে তিনি দুই বছরের নিষেধাজ্ঞা পাবেন।

২২ বছর বয়সী হাসান এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে একটি একদিনের ম্যাচ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে সমান ১১টি উইকেট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।