ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দু’দলের হালকা অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
দু’দলের হালকা অনুশীলন ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। তার আগে আজ (বৃহস্পতিবার) হালকা অনুশীলন সেরেছে দুই দল।

বাংলাদেশ দল অনুশীলন করেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর ন্যাশনাল ক্রিকেট একাডেমী মাঠে অনুশীলন করছে সফরকারী পাকিস্তান দল।

ফিল্ডিং অনুশীলনে বেশী সময় ব্যয় করেছে বাংলাদেশ শিবির। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে বেশ খানিকটা সময় ক্যাচ প্র্যাকটিস করে টাইগাররা। লং ক্যাচ-স্লিপ ক্যাচ সবই ধরতে হয়েছে ফিল্ডারদের। এছাড়া ফুটবল খেলেও সময়টা উপভোগ করেন নাসির-তাসকিনরা।

গ্লাভস হাতে বল ধরায় খুব মনযোগী ছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নেটে ব্যাটিং করেছেন সাকিব-মাহমুদুল্লাহ-মুশফিক-রনি তালুকদাররা। আর বোলিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। সব মিলিয়ে কালকের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে কোনো ক্রুটি রাখেনি স্বাগতিকরা।

দুপুরে পাকিস্তান দল অনুশীলন করে একাডেমী মাঠে। নেটে অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন করেন পাক অধিনায়ক আজহার আলী। আরেক ব্যাটসম্যান আসাদ শফিকও ব্যাটিং অনুশীলনে সময় দেন। মুশফিকের মতো গ্লাভস হাতে ক্যাচ ধরায় মনযোগী ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক সরফরাজ আহমেদ।

এদিন অবশ্য পাকিস্তান দল খুব বেশি সময় অনুশীলন করেনি। নির্ধারিত সময়ের আগেই তারা বাসে চড়ে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।