ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হচ্ছেন গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
ভারতের কোচ হচ্ছেন গাঙ্গুলি! সৌরভ গাঙ্গুলি

ঢাকা: ভারতের বর্তমান কোচ ডানকান ফ্লেচারের স্থলাভিষিক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’এ এমন খবরই প্রকাশিত হয়েছে।

যা পরে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

উক্ত সংবাদমাধ্যমটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দেওয়া তথ্যের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করে।

যার বরাত দিয়ে জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়ার কাছে অনানুষ্ঠানিকভাবে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন গাঙ্গুলি। তবে, বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ভারতের পরবর্তী ক্রিকেট সিরিজ আগামী জুন মাসে। এর মধ্যে নিশ্চিতভাবেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর এমনটিই নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি এবং বোর্ড প্রেসিডেন্ট ডালমিয়া সিনিয়র বোর্ড মেম্বার ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো। সবকিছু ঠিক থাকলে যোগ্য ব্যক্তিকেই ভারতের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে। ’

এদিকে গাঙ্গুলি ছাড়াও সম্ভাব্য কোচ হওয়ার দৌড়ে আছেন আরেক ব্যাটিং জিনিয়াস রাহুল দ্রাবিড়। তিনি বর্তমানে আইপিএল’র দল রাজস্থান রয়েলসের কোচ ও পরামর্শকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।