ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বির্তকিত শ্রীনিবাসনের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
বির্তকিত শ্রীনিবাসনের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীনিবাসন

ঢাকা: চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি’র চেয়ারম্যান পদে থাকছেন বির্তকিত শ্রীনিবাসন। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার একথা নিশ্চিত করেছেন।



নিয়ম অনুযায়ী, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ জুলাই পর্যন্ত দুই বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিকে আইসিসি’র চেয়ারম্যান পদে রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তের পরিবর্তন আনতে চায়।

অনুরাগ ঠাকুরের বক্তব্যে পরিস্কার, ভারতীয় ক্রিকেট বোর্ডই চাচ্ছে না বিতর্কিত শ্রীনিবাসনকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে রাখতে। তাই মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই বিশ্ব ক্রিকেটকে অপমান করা শ্রীনিবাসনকে সরিয়ে দিতে চায়। নিবাসনের স্থলাভিষিক্ত হচ্ছেন কে, এমন কিছু জানান নি অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর আরও জানান, সেপ্টেম্বরে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হবে। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে৷ সেখানে টিম ইন্ডিয়ার নতুন কোচ কে হতে চলেছেন, সেটি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।