ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর পর রিয়াদও সাজঘরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
সৌম্যর পর রিয়াদও সাজঘরে ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: টাইগারদের ওপেনার সৌম্য সরকারের বিদায়ের পর আরেক ওপেনার তামিম কিছুটা ধীরে খেলার চেষ্টা করছেন। ৬৬ বলে ৪০ রান করে তামিম অপরাজিত রয়েছেন।

বিশ্বকাপের চমক জাগানো মাহামুদুল্লাহ রিয়াদ ৫ রান করে রাহাত আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৭ রান।

এর আগে পাকিস্তান বধে বাংলাদেশের ইনিংস শুরু করতে ব্যাট হাতে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। পাকিস্তান পেসার জুনায়েদ খানের প্রথম ওভার থেকে টাইগারদের দুই ওপেনার দুই রান নিয়ে ইনিংস শুরু করেন।

১৪২ ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল বেশ সতর্ক থেকেই ব্যাট চালান। আর তাকে সঙ্গ দিয়ে ওপেনিং জুটিতে ৪৮ রান তুলতে সহায়তা করেন ৮টি ওয়ানডে ম্যাচ খেলা সৌম্য সরকার।

১৪তম ওভারের দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩৬ বলে তিনটি চার হাঁকিয়ে ২০ রান করেন সৌম্য।

পাওয়ার প্লে’তে টাইগাররা কোনো উইকেট না হারিয়ে তোলে ৪৪ রান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর

** সৌম্যর বিদায়ে নেমেছেন রিয়াদ
** পাওয়ার প্লে’তে টাইগারদের সংগ্রহ ৪৪
** টাইগারদের সাবলীল ব্যাটিং
** ব্যাটিংয়ে নেমেছেন টাইগার ওপেনাররা
** পাকিস্তান বধে ব্যাটিংয়ে টাইগাররা
** অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।