ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

দুরন্ত সেঞ্চুরিতে পুরনো রূপে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, এপ্রিল ১৭, ২০১৫
দুরন্ত সেঞ্চুরিতে পুরনো রূপে তামিম ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে পঞ্চম শতক হাঁকিয়ে নিজের স্বরূপে ফিরলেন তামিম ইকবাল। একইসঙ্গে মারকুটে ব্যাটিংয়ে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে রাজকীয় ভঙ্গিতে সমালোচকদের জবাব দিলেন তিনি।



প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি দেশসেরা এই ওপেনার। বিশ্বকাপের ফ্লপ একাদশেও পেয়েছিলেন ঠাঁই। আর এ কারণে সমর্থকদের কাছ থেকে কম দুয়োধ্বনি শুনতে হয়নি বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

অবশেষে পাকিস্তানের বোলারদের ওপর ত্রাস ছড়িয়ে নিজের ব্যাটের ধার দেখালেন বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচের প্রথম থেকেই সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার। পাকিস্তানি ফাস্টবোলার রাহাত আলি ও জুনায়েদ খানকে অফ ড্রাইভ ও স্কয়ার ড্রাইভে একের পর এক চার মেরে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে মিরপুরের গ্যালারি মাতান তামিম।

১১১ বল খেলে ১২টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়ে তামিম তুলে নেন তার পঞ্চম শতক। সেঞ্চুরি হাঁকিয়েই থেমে যাননি তামিম, এরপরও রানের চাকা সচল রাখেন তিনি। ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফের‍ার আগে তামিম করেন ১৩২ রান।

তামিম ইকবাল ১৪২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪২৫৭ রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ রান ১৫৪।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।