ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বোলিং করতে পারিনি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
‘আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বোলিং করতে পারিনি’ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বোলিং ডিপার্টমেন্টে বরাবরই শক্তিশালী দল পাকিস্তান। অথচ শুক্রবার বাংলাদেশের বিপক্ষে বোলাররাই ভুগিয়েছে তাদের।

ওয়াহাব রিয়াজ,  জুনায়েদ খান, সাঈদ আজমলদের মতো বোলাররা দলে থাকলেও বাংলাদেশকে চোখ রাঙানি দেয়া যায়নি।

ম্যাচ শেষে বোলিং নিয়েই তাই আক্ষেপ ঝরেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষিক্ত আজহার আলীর কন্ঠে।   তিনি বলেন, ‘আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বোলিং করতে পারিনি।   ওদের (বাংলাদেশ) আরও আগে আটকাতে পারলে ম্যাচ জয়ের সুযোগ থাকতো। ’

৬৭ রানে বাংলাদেশের দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে আসা ১৭৮ রানই কাল হয়েছে পাকিস্তানের জন্য। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩২৯ রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ।

এতো বড় স্কোর প্রসঙ্গে আজহার বলেন, ‘তিন’শ প্লাস স্কোর চেজ করা সবসময়ই কঠিন। তিনটা ক্যাচ মিস হয়েছে আমাদের। ওই ক্যাচগুলো নিতে পারলে হয়তো ম্যাচের মোমেন্টাম বদলাতে পারতো। ’

বড় স্কোর তাড়া করতে নেমে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান দল। ৭৯ রানের হার দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটলো আজহারের।

বাংলাদেশের বিপক্ষে হার হতাশার হলেও পরের ম্যাচগুলোতে তার দলের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন আজহার আলী।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।