ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ডের কথা জানতেন না মুশফিক!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
রেকর্ডের কথা জানতেন না মুশফিক! ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৭ রানে প্যাভিলিয়নে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ শিবিরে তখন কিছুটা দুশ্চিন্তা।

মুশফিকুর রহিম উইকেটে এসে  সঙ্গী হলেন তামিমের।

তৃতীয় উইকেট জুটিতে এলো ১৭৮ রান-যা কী না বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান। অথচ এই রেকর্ডের কথা জানতেন-ই না মুশফিক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথম ওয়ানডের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে এসেছিলেন এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া মুশফিকুর রহিম। রেকর্ড পার্টনারশিপের কথা উঠতেই মুশফিকের চোখ ছানাবড়া! বললেন, ‘আমি জানতাম না। এই প্রথম শুনলাম। শুনে ভালো লাগছে। ’

তামিমের ইনিংস প্রসঙ্গে মুশফিক বলেন, ‘খুবই ম্যাচিউরড একটা ইনিংস খেলেছে তামিম।   ভেরি ক্যালকুলেটিভ একটি ইনিংস খেলেছে সে।   আমি আজ সারপ্রাইজড যে আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। আমার মনে হয় ওর (তামিম) প্রাপ্য ছিল। ’

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।