ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

তামিম-মুশফিকরা ‘বেবি টাইগার’!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, এপ্রিল ১৮, ২০১৫
তামিম-মুশফিকরা ‘বেবি টাইগার’! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তো দূরের কথা ম্যাচে টাইগারদের চোখ রাঙানিই দিতে পারেনি সফররত পাকিস্তান দল। অথচ সে দেশের সংবাদমাধ্যম গুলো লাল-সবুজের জার্সি পরিহিত টাইগারদের ‘বেবি টাইগার’ বলে কটাক্ষ করে চলেছে।



বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আফ্রিদি। ওয়ানডে থেকে সদ্য অবসর নেওয়া আফ্রিদি পাকিস্তানের একটি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে ‘ক্রিকেট বিশ্লেষক’ হিসেবে যোগ দিয়েছেন।

‘ক্রিকেট বিশ্লেষক’ বনে যাওয়া পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি আর সাকলাইন মুস্তাকের অংশগ্রহনে এ অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়েও সমালোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।