ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমাদের সামনে ভালো একটা সুযোগ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
‘আমাদের সামনে ভালো একটা সুযোগ’ ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানেডেতে নামতে পারেন নি তিনি।

তবে ড্রেসিংরুমে বসেই সতীর্থদের খেলা দেখেছেন। ১৬ বছরের মাথায় পরম আরাধ্যের জয়ে দারুণ খুশি মাশরাফি।

রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। কালকের ম্যাচেই মাঠে ফিরছেন তিনি। সিরিজ জয়ের জন্য কালকের ম্যাচেই ফোকাস রাখতে চান তিনি।

শনিবার মাশরাফিদের টিম হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের সামনে খুব ভালো একটি সুযোগ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। এই মুহুর্তে পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। এটা সত্যি কথা, পরবর্তী ম্যাচটাতেই আমরা ফোকাস করছি। পরের ম্যাচটা জিতেলেই সিরিজ জেতা হয়ে যাবে। তারপর শেষ ম্যাচে আমরা নিশ্চয়ই হারের জন্য নামবো না। ’

মাশরাফির চোখে দেখা আগের পাকিস্তান দল ও এবারের পাকিস্তান দলের মধ্যে অনেক পার্থক্য। তাদের দলে নেই মিসবাহ-আফ্রিদিদের মতো সিনিয়র ক্রিকেটাররা। এই প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘ওদের যে বোলিং সাইডডা আছে, এটা বিশ্বকাপেও ছিল। ব্যাটিংয়ে মিসবাহ নাই, আহমেদ শেহজাদ নাই। আফ্রিদিও নাই। অনেকবারই আফ্রিদি আমাদের ‍সঙ্গে গেইম চেইনজ করে দিয়েছে। তারাতো আল্টিমেটলি রিটায়ার্ড করতোই। নতুনরা আসবে। আমাদেরও তো অনেক নতুন প্লেয়ার আছে। ব্যালেন্সের দিক থেকে ওরা তেমন পিছিয়ে নেই। নতুন একটা টিম, গুছিয়ে উঠতে হয়তো একটু সময় লাগছে। এছাড়া আমার মনে হয় না স্ট্রেন্থের দিক থেকে কোনো অংশে কম আছে। ’

প্রথম ওয়ানডে ম্যাচ সম্পর্কে মাশরাফি বলেন, ‘যেভাবে আমরা কালকের ম্যাচ খেলেছি অলমোস্ট পারফেক্ট। কোথাও ওরকম কোনো ত্রুটি ছিলো না। হয়তো বোলিংয়ে আরেকটু বেটার করতে পারতাম। অলমোস্ট পারফেক্ট ম্যাচ আমরা খেলেছি। খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই জেতা যায়। গতকালকের ম্যাচটায় আমরা ভুল-ত্রুটি কম করেছি। এমন ভুল-ত্রুটি কম করলে অবশ্যই কালকের ম্যাচে সুযোগ থাকবে। ’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের বিজয়ের ম্যাচে মাঠে নামতে পারার কোনো আক্ষেপ আছে কি না-এমন প্রশ্নের জাবাবে মাশরাফি বলেন, ‘টিমের অংশ হতে পারলে ভালো লাগে-এটা আমি সবসময়ই বলে এসেছি। মাঠে খেলতে পারিনি, কিন্তু টিম যেভাবে খেলেছে আমি অনেক আনন্দিত। ১৬ বছর পর আমরা পাকিস্তানের বিপক্ষে জিতলাম-এই টিমের অংশ হতে পেরে আমি আনন্দিত। ’

এই প্রথম ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ফেবারিটের তকমা নিয়ে খেলছে বাংলাদেশ দল। এবারের সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের বডি ল্যাংগুয়েজ অনেক পাল্টো গেছে। প্রতিটা জায়াগায় ইতিবাচক মনোভাব। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি ক্যাপ্টেন হওয়ার পর সব সময় চেষ্টা করেছি টিমের বডি ল্যাংগুয়েজটা ভালো রাখতে। এখন ভালো সময় যাচ্ছে আমাদের। ডিফিকাল্ট সিচুয়েশনেও আমাদের বডি ল্যাংগুয়েজ কেমন থাকে-আমি দেখতে চাই। সবাই এটা নিয়ে কাজ করছি। এটা মাঠে কাজ করার বিষয় না। এটা নিজের সাথে নিজের কাজ। ’

প্রথম ওয়ানেডেতে ওপেনিংয়ে সৌম্য সরকার ওপেনিংয়ে নেমেছিলেন। ফলে ব্যাটিং অর্ডারে এক ধাপ করে এগিয়ে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। এ প্রসঙ্গে ব্যাখ্যা দেন টাইগার দলপতি। মাশরাফি বলেন, ‘যার যেটা কাজ সেটা করছে। এটা একটা ভালো লক্ষন। ক্রিকেট সব সময় ভালো-খারাপ, ভালো-খারাপ এমন যায়। প্রতিপক্ষ ও মাঠের কন্ডিশন অনুযায়ী ব্যালান্সড করেই খেলতে হবে। সৌম্য ওপেনিং করাতে সবাই এক ধাপ উপরে উঠেছে। টিমের ব্যালান্স অনুযায়ী সবাইকে খেলতে হবে। মেন্টালি এভাবেই সবাইকে বলা আছে। সবাই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। ‘

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।