ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এভারেস্ট চূড়ার পথে হিউজের ব্যাট-জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এভারেস্ট চূড়ার পথে হিউজের ব্যাট-জার্সি ফিল হিউজ

ঢাকা: অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজের ব্যবহৃত ব্যাট ও দু’টি জার্সি নিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠছেন নেপালের পর্বতারোহী চুরিম শেরপা। আজ (রোববার) তিনি প্রথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের শীর্ষে উঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।



চুরিম একমাত্র নারী যিনি এর আগে এক সপ্তাহের ব্যবধানে দুইবার এভারেস্টের চূড়ায় উঠতে সমর্থ হন। ২০১২ সালের ১২ ও ১৯ মে তিনি এই কীর্তি গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান করে নেন। হিউজের সম্মানার্থে এটি তার তৃতীয় যাত্রা।

৩১ বছর বয়সী চুরিম বলেন, ‘হিউজের ব্যাট ও জার্সি নিয়ে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠতে চেষ্টার ত্রুটি রাখব না। আমি নেপালের প্রতিনিধি এই মহৎ কাজ করছি। এর মাধ্যমে এই পর্বতের গায়ে একজন নেপালির নাম লেখা থাকবে। এতেই আমি গর্বিত। ’

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে শিন অ্যাবটের বাউন্স বলে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। হাসপাতালে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাত্র ২৫ বছর বয়সেই পড়লোক গমন করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।