ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষা শেষ হচ্ছে বিজয়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
অপেক্ষা শেষ হচ্ছে বিজয়ের এনামুল হক বিজয়

ঢাকা: আজ-কালের মধ্যেই ঘোষণা করা হবে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল। ইনজুরির কারণে প্রথম দু’টি ওয়ানডেতে দলে ছিলেন না নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়।

তার জায়গায় দলে জায়গা পান ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা রনি তালুকদার।
 
ইনজুরি কাটিয়ে উঠেছেন এনামুল। এবার অপেক্ষা ফুরাচ্ছে তার। বিজয়ের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘মেডিকেল ভাষায় বিজয় পুরোপুরি সুস্থ আছেন। সে খেলার জন্য ফিট। ’

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পান বিজয়। চোটের কারণে বিশ্বকাপে আর খেলা হয়নি তার। পরে অস্ট্রেলিয়ায় অপারেশন করিয়ে দেশে ফেরেন। কয়েকদিন বিশ্রাম নিয়ে দুই সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ায় চলে যান তিনি।

অস্ট্রেলিয়ার চিকিৎসকদের তৈরি করে দেওয়া ব্যবস্থাপত্র অনুসারেই পুনর্বাসন চলেছে বিজয়ের। বিসিবি’র ফিটনেস ট্রেনার (পুর্নবাসন) জাহিদুল ইসলাম খোকন জানিয়েছেন, ‘গতকাল (১৮ এপ্রিল) বিজয়ের টেস্ট ছিল। সে কতটুকু ফিট এটা দেখার জন্য। ফিজিও ম্যানেজারের অধীনেই টেস্টিং-টা হয়। টেস্টে সে উত্তীর্ণ হয়েছে। গতকাল বিজয়ের ফিটনেস রিপোর্ট ফিজিও ম্যানেজার বিসিবিতে পাঠিয়ে দিয়েছে। ’
 
পুর্নবাসন প্রক্রিয়ায় বিজয়কে কি কি কাজ করতে হয়েছে-এমন প্রশ্নের উত্তরে খোকন বাংলানিউজকে বলেন, ‘শেষ দুই সপ্তাহের পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে ছিল স্ট্রেন্থ, থ্রোয়িং, রানিং ও কন্ডিশনিং। সবসময় সে (বিজয়) চেষ্টা করেছে খুব দ্রুত ফিট হতে। ’ 
 
তিনি আরো বলেন, ‘বিজয় এখন পুরোপুরি ফিট। সে সব ধরণের ক্রিকেটেই অংশ নিতে পারবে। ’ 
 
রোববার বাংলাদেশ দল যখন পাকিস্তান-বধে শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়াই করছে, বিজয় তখন একাডেমী মাঠে ফিটনেস ফেরাতে ওয়ার্মআপ করতে ব্যস্ত। খোশ মেজাজেই দেখা গেল তাকে।

ইনজুরির প্রসঙ্গে বিজয় বলেন, ‘ডাক্তার তো বলেছেন ভালো। ওরা রিপোর্ট দিয়ে দিয়েছে যে, আমি সুস্থ।   আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। ’

তৃতীয় ওয়ানডের দলে থাকার ব্যাপারে আশাবাদী কি না-এমন প্রশ্নে বিজয় বলেন, ‘এই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। আমি সুস্থ আছি। এখন ওনারা যদি দলে নেয় তাহলে এটা আমার জন্য অবশ্যই খুশির সংবাদ হবে। দলে সুযোগ পেলে খুব ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।