ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা কাউকে ভয় পায় না: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
টাইগাররা কাউকে ভয় পায় না: পাপন নাজমুল হাসান পাপন/ছবি: (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বকাপ পারফরম্যান্স বদলে দিয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা দলটি ধরে রেখেছে দেশের মাটিতেও।

শুক্রবার পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক দলটি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই বাংলাদেশ দলে ইতিবাচক পরিবর্তন এসেছে।
 
বাংলাদেশ দলের এই পরিবর্তন ধরা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের চোখেও।

রোববার (১৯ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘এই দলটার সবচেয়ে বড় পরিবর্তন, দলটি কাউকে ভয় পায় না। ২-১ জন ভাল খেলোয়াড় যদি পারফরম্যান্স নাও করে; তবে অন্যরা সেটা পুষিয়ে দিচ্ছে। এই দলের টিম স্পিরিট খুব ভাল রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘ঠিক এভাবে যদি আমরা খেলতে পারি তাহলে শুধু র‌্যাঙ্কিং নয়, আন্তর্জাতিক আঙ্গিনায় আমরা আরো এগিয়ে যেতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।