ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিঙ্গার ফর্মে বিচলিত নন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
মালিঙ্গার ফর্মে বিচলিত নন রোহিত লাসিথ মালিঙ্গা

ঢাকা: আইপিএল’র ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস চলতি আসরে এসে অনেকটা নিজেদের ছায়ায় পরিণত হয়েছে। চলমান অষ্টম আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হার।

দলের সেরা বোলিং অস্ত্র লাসিথ মালিঙ্গাও নেই ফর্মে। তবে, শ্রীলঙ্কান তারকা পেসারকে নিয়ে মোটেই উদ্বিগ্ন নন অধিনায়ক রোহিত শর্মা।

দলের আইকন ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও কোচ রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানেও মুম্বাইয়ের ওপর থেকে কালো মেঘ সরছে না। আজ (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। নিজেদের পঞ্চম ম্যাচে রোহিত-কোরি অ্যান্ডারসনরা জয়ের দেখা পাবে কিনা তা সময়েই বলে দিবে।

এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘চার ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তণ আনা হয়েছে এবং বোলিংকে পাঁচজনকে রাখা হয়েছে। সঠিক কম্বিনেশনের জন্য আর কি করতে হবে তা আমার বোধগম্য নয়। তবে, দলের সবাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ’

মুম্বাইয়ের অধিনায়ক আরও বলেন, ‘মালিঙ্গা খানিকটা অফ ফর্মে রয়েছে। সে বিশ্বমানের বোলার। কয়েকটি ম্যাচ দিয়ে তাকে মূল্যায়ন করাটা ঠিক হবে না। তার সামর্থ্যের ব্যাপারটি বলার অপেক্ষা রাখে না। পরের ম্যাচেই সে স্বরুপে ফিরবে বলে আশা রাখছি। ’

উল্লেখ্য, মুম্বাইয়ের হয়ে এ আসরে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ খেলে ৮.৮৭ ইকোনমি রেটে মাত্র চারটি উইকেট নিয়েছেন মালিঙ্গা। যা তার নামের সঙ্গে একেবারেই বেমানান। চার ম্যাচে পূর্ণ ১৬ ওভার বল করে একটি মেডেনও নিতে পারেননি ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ বোলার।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।