ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ক্রিকেট

ঐতিহাসিক জয়ে কামালের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, এপ্রিল ২০, ২০১৫
ঐতিহাসিক জয়ে কামালের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সদ্য সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল এ অভিনন্দন জানান।

বাকি ম্যাচেও টাইগাররা জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কামাল।

রোববার (১৯ এপ্রিল) তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে টাইগাররা সাত উইকেটের জয় নিশ্চিত করে ৭১ বল হাতে রেখেই। এর আগে প্রথম ম্যাচে ৭৯ রানে জয় পায় বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা. এপ্রিল ২০, ২০১৫
এমআইএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।