ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পৌঁছেছেন আফ্রিদি-শেহজাদরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ঢাকায় পৌঁছেছেন আফ্রিদি-শেহজাদরা ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বুধবার শেষ হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পর আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

  টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন শহিদ আফ্রিদি। দলে আরো আছেন আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, উমর গুল ও মুক্তার আহমেদ।

টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে সোমবার ঢাকায় এসেছেন পাকিস্তানের  টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা। ঢাকায় এসে টিম হোটেলে উঠেছে তারা। যদিও একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন উমর গুল। ইহসান আদিলের ইনজুরিতে ওয়ানডে দলে সুযোগ পাওয়া উমর গুল দলের সঙ্গে রোববার যোগ দিয়েছেন। সোমবার দলের সঙ্গে মিরপুরে অনুশীলনও করেছেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা ইতিমধ্যে ২-০ তে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল।   মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি ।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সোহেল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল ও জুনায়েদ খান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।