ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

পোলার্ডের ভিন্ন পন্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, এপ্রিল ২১, ২০১৫
পোলার্ডের ভিন্ন পন্থা কাইরন পোলার্ড

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামা কাইরন পোলার্ড রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ের এক পর্যায়ে মুখে টেপ লাগিয়ে হাস্যরসের সৃষ্টি করেন।

চেন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বিপেক্ষ ম্যাচে পোলার্ড তারই স্বদেশী ক্রিস গেইলের সঙ্গে দ্বিতীয় ইনিংসে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

আম্পায়ারের মধ্যস্থতায় থামানো হয় দু’জনকে। এ সময় ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড ইলিংসওর্থ পোলার্ডকে মুখ বন্ধ রাখতে অনুরোধ করেন।

এরপর আম্পায়ারদের বকা খেয়ে মুখে টেপ লাগিয়ে আসেন পোলার্ড। এ ঘটনায় মাঠে উপস্থিত থাকা দর্শক, পোলার্ডের সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিপক্ষ দলের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।