ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান

ঢাকা: ছয় বছরের বিরতির পর আবারো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হতে যাচ্ছে। অপ্রীতিকর কোনো কিছু না ঘটলে আগামী মাসেই পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

তবে, অফিসিয়ালি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান সাংবাদিকদের বলেন, ‘মে মাসের মাঝামাঝি সময়ে এক সপ্তাহের জন্য পাকিস্তান সফরে আসবে জিম্বাবুয়ে। তিন বা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। এছাড়াও দু’টি টি-টোয়েন্টি ম্যাচও হতে পারে। ভেন্যু হিসেবে থাকবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। করাচিও বিবেচনায় রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এই সপ্তাহে জিম্ব‍াবুয়ের একটি প্রতিনিধি দল পাকিস্তানে এসে আমাদের প্রস্তুতি পর্যবেক্ষণ করবে। এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ইতোমধ্যেই আমরা আইসিসিরি কাছ থেকে এই সিরিজ আয়োজনের অনুমোদন পেয়েছি। এটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের মর্যাদা পাবে। পাকিস্তানি আম্পায়াররাই ম্যাচ পরিচালনা করবেন। এ বিষয়েও আইসিসির অনুমোদন নেওয়া হয়েছে। ’

উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তান সফরে ‍আস‍ার পর শ্রীলঙ্কার টিম বাসের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। ঐ মর্মান্তিক হামলায় ছয়জন পাকিস্তানি পুলিশ ও দুইজন সাধারণ মানুষ নিহত হন। আহত হয় শ্রীলঙ্কান ক্রিকেট দলের ছয়জন ক্রিকেটার। এর পর থেকেই পাকিস্তানে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করে আইসিসি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।