ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

তিন মাসের জন্য মাঠের বাইরে ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, এপ্রিল ২২, ২০১৫
তিন মাসের জন্য মাঠের বাইরে ফিঞ্চ ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন। ১৪ এপ্রিল অনুষ্ঠিত আইপিএল’র ম্যাচে মুম্বাইয়ের হয়ে ব্যাটিং করার সময় বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে ব্যক্তিগত ১০ রানে মাঠ ছাড়েন ফিঞ্চ।



ইনজুরি আক্রান্ত হওয়ায় ফিঞ্চের আইপিএলই শেষ হয়ে যায়। পরে তিনি ভারত থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফেরেন। গতকাল (মঙ্গলবার) তার সার্জারি করা হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স ক‍াউন্টোরিস বলেন, ‘স্ক্যানিংয়ে ফিঞ্চের হাই গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরি ধরা হয়েছে। তবে, সার্জারি সফল হয়েছে। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এতে করে পুরোপুরি সুস্থ হতে অন্তত ১২ সপ্তাহ সময় লাগতে পারে। ’

উল্লেখ্য, জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং পরের মাসে ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে এই দু’টি টেস্ট সিরিজে ফিঞ্চের না থাকাটা এক প্রকার অনিশ্চিত।

বাংলাদেশ সময়: ১২২০ ঘন্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।