ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন আজহার-সোহেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন আজহার-সোহেল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: লজ্জা এড়াতে বাংলাদেশের বিপক্ষে দলীয় ১০৫ রানে দুই ব্যাটসম্যানকে হারানো পাকিস্তান তাদের রানের চাকা সচল রেখেছে। দলপতি আজহার আলি টেস্টে ৭টি শতক আর ১৮টি অর্ধশতকের মালিক হলেও ওয়ানডেতে প্রথম শতকের দেখা পেতে অপেক্ষায় রয়েছেন।



ব্যাটিং ক্রিজে সেট ব্যাটসম্যান আজহার আলি (৯৩ রান) এবং চার নম্বরে নামা হারিস সোহেল (৩৬ রান) ব্যাট করে দলের সংগ্রহ বাড়িয়ে নিচ্ছেন। এ দু’জন মিলে স্কোরবোর্ডে আরও ৭৬ রান যোগ করেছেন।

৩৫ ওভার থেকে পাকিস্তান দুই উইকেট হারিয়ে তুলেছে ১৮১ রান।

সফরকারী পাকিস্তানকে ৩-০ তে হারাতে মাঠে নামে স্বাগতিক হিসেবে খেলতে নামা দুরন্ত বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে পাকিস্তান অধিনায়ক আজহার আলি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

লাল-সবুজের জার্সিধারী টাইগারদের হয়ে বোলিং সূচনা করতে আসেন দলপতি মাশরাফি বিন মর্তুজা। আর পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন দলপতি আজহার আলি এবং সামি আসলাম। প্রথম ওভার থেকে পাক ওপেনাররা তোলেন মাত্র তিন রান।

পাকিস্তানি অধিনায়ক আজাহার আলীর সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া সামি আসলাম। তবে ১৮তম ওভারের শেষ বলে নাসিরের বলে উইকেটের পিছনে মুশফিকের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন সামি আসলাম। ৫০ বলে ৪৫ রানে সাজঘরে ফেরার আগে সাতটি বাউন্ডারি মারেন সামি।

২২তম ওভারে বোলিংয়ে এসে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হাফিজকে ফেরান আরাফাত সানি। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে ব্যাটিংয়ে নেমেছিলেন হাফিজ। কিন্তু সেই ফুরফুরে ভাব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সানি। মাত্র ৪ রান করে ফেরার আগে সানির বলে বোল্ড হন পাকিস্তানের অভিজ্ঞ এ ব্যাটসম্যান। ডানহাতি হাফিজ তিন ম্যাচে করলেন মাত্র ৮ রান(০, ৪ ও ৪ রান)।

পাওয়ার প্লে’র ১০ ওভার থেকে পাকিস্তানের দুই ওপেনার তুলে নেন ৫৮ রান। ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৯৯ রান। ৩০ ওভার থেকে পাকিস্তান দুই উইকেট হারিয়ে তোলে ১৫০ রান।

ইতোমধ্যে ২-০’তে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। ১৬ বছরের হারের বৃত্ত ভেঙে সিরিজ জয়ের মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা করে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭৯ রানের জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দেয় মাশরাফি বাহিনী, সেটিও আবার ৭১ বল হাতে রেখে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এমআর

** জুটি ভাঙার চেষ্টায় টাইগাররা
** এবার সানি ফেরালেন হাফিজকে
** জুটি ভাঙলেন নাসির
** পাওয়ার প্লে’তে পাকদের ৫৮ রান
** সতর্ক শুরু পাকিস্তানের
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** ‘বাংলাওয়াশ’ করতে ফিল্ডিংয়ে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।