ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

অধিনায়ক আজহারের প্রথম শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, এপ্রিল ২২, ২০১৫
অধিনায়ক আজহারের প্রথম শতক ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃতীয় ম্যাচেই শতক তুলে নিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আজহার আলী। শুধু অধিনায়ক হিসেবেই নয়, একদিনের ক্রিকেট ক্যারিয়ারেও এটি তার প্রথম শতক।



বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ১১১ বলে এ শতক হাঁকান আজহার আলী। পাকিস্তানী ব্যাটসম্যানরা রান খরায় ভুগলেও তিন ম্যাচেই অধিনায়কোচিত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন এ অলরাউন্ডার। শতক হাঁকাতে ১০টি বাউন্ডারি হাঁকান আজহার আলী।

সিরিজের প্রথম ম্যাচে ৩৬ রানের পর দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নেন তিনি। ওই ম্যাচে ৭২ রানে আউট হলেও তৃতীয় ওয়ানডেতে তা শতকে পরিণত করেন আজহার আলী।

তবে ওডিআইয়ে এখন পর্যন্ত ১৩ ওভার বল করলেও ঝুলিতে কোনো উইকেট পুরতে পারেন নি তিনি।

২০১১ সালের ৩০ মে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হলেও এখন পর্যন্ত ১৬ ম্যাচ (এ ম্যাচ বাদে) খেলেছেন পাকিস্তানি এ অধিনায়ক। ব্যাটিং গড় ৪৩.০৭।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।