ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় আসরের প্রথম শতক হাঁকিয়েছেন সোজাগ গাজী। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পান তিনি।
সোহাগের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫২ রান করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ১৬১ রান তুলেছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের চেয়ে এখনো ১৯১ রানে পিছিয়ে রয়েছে তারা। আব্দুর রাজ্জাক দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী ও আল-আমিন হোসেন।
ম্যাচের প্রথম দিন ১৯ রানে চার উইকেটে হারিয়ে বিপদে পড়েছিল দক্ষিণাঞ্চল। ৯৪ রানের ইনিংস খেলে বিপর্যয় সামাল দেন এনামুল হক বিজয়। আর দ্বিতীয় দিনে সোহাগ গাজীর সেঞ্চুরি ভালো অবস্থানে নিয়ে যায় আব্দুর রাজ্জাকের দলকে।
নবম উইকেটে জুটেত আল-আমিন হোসেনকে নিয়ে গাজী যোগ করেন ১০৫ রান। এর মধ্যে আল-আমিনের অবদান ১৩ রান। দলীয় ৩৫২ রানে তাইজুল ইসলামের বলে সোহাগ গাজী সাজঘরে ফেরেন। পরের ওভারেই আল আমিন বিদায় নিলে ৩৫২ রানেই শেষ হয় দক্ষিণাঞ্চলের ইনিংস।
২২ ওভার বোলিং করে ৭৫ রান দিয়ে একাই ৬ উইকেট নেন পেসার আরিফুল হক।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসকে/এমএমএস