ঢাকা: পাকিস্তানি ক্রিকেটাররা সেঞ্চুরি পেলে উইকেটে মাথা নুইয়ে দেন। হাঁটু গেড়ে বসে সেঞ্চুরি উদযাপনের পর দর্শকের অভিনন্দনের জবাব দেন ব্যাট উঁচিয়ে।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর সেই চেনা ভঙ্গিতেই সেঞ্চুরি উদযাপন করেছেন পাক-অধিনায়ক আজহার আলি। উইকেটের পাশে ঘাসের উপর মাথা নুইয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির উদযাপন করেন আজহার।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি (১০১) করেন আজহার। এর আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ৯৬ রান। পাঁচটি অর্ধ-শতক করলেও সেঞ্চুরি ছিল না তার। অবশেষে নিজের ১৭তম ওয়ানডে ম্যাচে প্রথম শতকের দেখা পান তিনি।
১১২ বলে ১০১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়ার সময় বাংলাদেশি দর্শকদের অভিনন্দনও পেয়েছেন আজহার। ড্রেসিংরুমে ঢোকার আগে ব্যাট উঁচিয়ে দর্শকের অভিনন্দনের জবাবও দিয়েছেন এই পাক-অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এসকে/এমআর