ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০তম ম্যাচ খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে দেড়শতম ম্যাচ খেলার এ গৌরব অর্জন করলেন সাকিব।
এর আগে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও মাশরাফি-বিন মর্তুজা এ গৌরব অর্জন করেন।
বাংলাদেশ-পাকিস্তান ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচের মধ্য দিয়ে দেড়শতম ম্যাচ খেলতে নামেন সাকিব। ম্যাচে জ্বলে ওঠার ইঙ্গিত ইতোমধ্যে দিয়েছেন তিনি।
বল হাতে ১০ ওভারে ৩৪ রান দিয়ে দুই পাকিস্তানী ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। ম্যাচকে স্মরণীয় করে রাখতে ব্যাট হাতেও জ্বলে উঠবেন এমনটিই আশা টাইগার সমর্থকদের।
টাইগার ওপেনার তামিম ও চার নম্বরে ব্যাট করতে নামা মুশফিকের ধারাবাহিক সাফল্যে লম্বা ইনিংস খেলা থেকে প্রথম দুই ম্যাচেই বঞ্চিত হন সাকিব। প্রথম ম্যাচে ৩১ রান করলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে থাকা দলের ব্যাটিংয়ে নেমে ৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর তিন ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট।
ভালো ব্যাটিংয়ে দলের জয় এনে দিয়ে দেড়শতম ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেন কি-না টাইগার সমর্থকদের এখন তা দেখার অপেক্ষা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেডএস