ঢাকা: সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ মাত্র দুই ওভার বল করেছেন। আর তাসকিনের জায়গা পূরণ করতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ব্যবহার করতে হয়েছে আটজন বোলার।
পাকিস্তান ইনিংস শুরুতে একপাশে নিয়ন্ত্রিত বোলিং করছিলেন মাশরাফি। টাইগার দলপতির বোলিং সমীহ করলেও অপর প্রান্তে আক্রমনে আসা তাসকিনকে যেন পাত্তাই দিচ্ছিলেন না আজহার আলী ও সামি আসলাম। তাসকিনের প্রথম দুই ওভার থেকে ২২ রান তুলে নেন পাক ওপেনাররা।
এতেই অধিনায়কের আস্থা হারান তাসকিন। প্রথম স্পেলের পর আর বল হাতে দেখা যায়নি তাকে। ব্যাক-আপ বোলার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন ও সাব্বির রহমানদের বোলিং করিয়েছেন মাশরাফি। ১০ ওভারের কোটা পূরণ করেছেন মাশরাফি, সাকিব ও আরাফাত সানি।
উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে সাতজন বোলার ব্যবহার করেছিলেন মাশরাফিরা।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসকে/এমএমএস