ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর প্রথম শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
সৌম্যর প্রথম শতক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হলেও তৃতীয় ও শেষ ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিলেন টাইগার সৌম্য সরকার।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওডিআই ক্যারিয়ারের দশম ম্যাচেই শতক তুলে নিলেন বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান।

আজহার আলীর বল ছক্কা মেরে একেবারে রাজকীয় স্টাইলে শতক হাঁকান সৌম্য।

৯৪ বলে শতক হাঁকাতে ১১টি চার ও ৪টি ছক্ক‍ার মার মারেন সৌম্য। প্রথম দুই ম্যাচে ২০ ও ১৭ রান করেন তিনি।

২০১৪ সালের ১ ডিসেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় সৌম্যের। এ ম্যাচের আগে ৯ ম্যাচ খেলা টাইগার এ ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ছিল ৫১।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।