ঢাকা: আইপিএল’র আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে অবশ্য বৃষ্টি হানা দেয়।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে কলকাতা। শিখর ধাওয়ানের ফিফটি ও ডেভিড ওয়ার্নারের ৫৫ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে চার উইকেটে ১৭৬ রান তোলে হায়দ্রাবাদ। কলকাতার হয়ে মরনে মরকেল নেন দুই উইকেট। প্রথম ইনিংস শেষে বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকে।
ডাকওয়ার্থ লু্ইস পদ্ধতিতে শুহরুখ খানের কলকাতার লক্ষ্য দাঁড়ায় ১২ ওভারে ১১৮ রান। ওপেনিংয়ে উথাপ্পা ২১ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেললেও মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক গৌতম গম্ভীর। মানিশ পান্ডে ৩৩ রানে (২৪ বল) অপরাজিত থাকলেও চার উইকেট হারিয়ে ১০১ রানে কলকাতার ইনিংস শেষ হয়।
হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, প্রবীন কুমার, ময়েস হেনরিকস ও রাভি বোপারা একটি করে উইকেট লাভ করেন।
অপর ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ে নামে বেঙ্গালুরু। চেন্নাইয়ের দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে ১৫৪ করতে সমর্থ হয় কোহলি-ভিলিয়ার্সরা। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। দলের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল ইনজুরির কারণে দলে ছিলেন না। আরেক বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স (১৪) রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। চেন্নাইয়ের হয়ে আশীষ নেহরা চার ওভারে ১০ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়না (৬২) ও ফাফ ডু প্লেসিসের (৩৩) ঝড়ো ইনিংসের কল্যাণে আট উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
বেঙ্গালুরুর হয়ে লেগ স্পিনার জুভেন্দ্র চাহাল তিন উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম