ঢাকা: ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে হোয়াইটওয়াশ (৩-০) হয়েছে আজহার আলির দল।
বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘কালকের (২৪ এপ্রিল) টি-টোয়েন্টি ম্যাচটি একপেশে হবে না। আমার বিশ্বাস পাকিস্তান দল ঘুরে দাঁড়াবে। টি-টোয়েন্টি ম্যাচে যে কোনো দলেরই জয়ের সুযোগ থাকে। ’
পাকিস্তানের ওয়ানডে দলের চেয়ে টি-টোয়েন্টি দলকে এগিয়ে রেখে আফ্রিদি বলেন, ‘এ মুহুর্তে পাকিস্তানের ওয়ানডে দলের চেয়ে টি-টোয়িন্ট দল এগিয়ে। আমি তরুণ দলটির কাছে খুব ভালো পারফরম্যান্স আশা করছি না। তবে দলের ক্রিকেটাররা ছোট ছোট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। ’
বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মেনে আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপ থেকেই এ পরিবর্তনটা দেখছি তাদের ক্রিকেটারদের মাঝে। আমি মনে করি না, কালকের ম্যাচ জয় আমাদের জন্য সহজ হবে। ’
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এটা নতুন একটা দল, নতুন কম্বিনেশন, নতুন অধিনায়ক। টিমটাকে সময় দিতে হবে। এটা পজিটিভ দিক যে, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সবাইকে সহযোগিতা করছেন। ’
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর