ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইয়ের আরেকটি হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
মুম্বাইয়ের আরেকটি হার

ঢাকা: হার যেন পিছু ছাড়ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৩৭ রানে হেরেছে মুম্বাই।

দিল্লির ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ১৯০ রান করলে পরে ব্যাট করা মুম্বাই ১৫৩ রানের বেশি করতে পারেনি।

১৯১ রানের টার্গেটে খেলতে নেমে দিল্লি বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে রান করেন অধিনায়ক রোহিত শর্মা ও আম্বাতি রায়দু। তবে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের ঘূর্ণিতে অসহায় আত্মসর্ম্পণ করে অন্য ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৫৩ রান করে দলটি।

তাহির চার ওভার বোলিং করে মাত্র ২২ রানের বিনিময় তিনটি উইকেট তুলে নেন। এছাড়া দুটি করে উইকেট পান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অমিত মিশরা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের ৮৩ ও অধিনায়ক জেপি ডুমিনির অপরাজিত ৭৮ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ১৯০ রানে বড় সংগ্রহ দাড় করায় স্বাগতিকরা। আইয়ার ৫৬ বলে সাতটি চার ও পাঁচ ছয়ে তার ইনিংসটি সাজান। আর ৫০ বলে তিন চার ও ছয় ছক্কায় দারুণ একটি ইনিংস খেলেন ডুমিনি।

ম্যাচ সেরা হন জয়ী দলের আইয়ার। এদিকে নিজেদের প্রথম ছয় খেলায় তিনটি জয় ও সমান পরাজয়ে পয়েন্ট টেবিলের চারে আছে দিল্লি। আর ছয় ম্যাচে মাত্র একটি জয়ে টেবিলের শেষে আছে মুম্বাই।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।