ঢাকা: সাত ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে এক উইকেটে হারিয়ে ৬-১ ব্যবধানের বিশাল সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করেই ছাড়লো বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
চট্রগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দেয়া ২৩৪ রানে জবাবে নয় উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতে জয় পায় নাজমুল হাসান শান্ত’র নেতৃত্বে দলটি। শুরু দিকে শান্ত’র ৫৫ ও মেহেদি হাসানের ৬১ রানে সহজ পথেই হাঁটছিল বাংলাদেশ।
তবে শেষ দিকে সফরকারি বোলারদের দারুণ বোলিং ও টাইগার ব্যাটসম্যানদের রান আউটের মিছিলে বিপদে পড়ে স্বাগতিকরা। কিন্তু শেষ ওভারে যখন ১১ রানের প্রোয়োজন তখন মোহাম্মদ শাফিউদ্দিন তিনটি চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৩৩ রান করে আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ডায়ান গালিয়েম। এছাড়া ৪৯ রান করেন ডিন ফক্সক্রফট। টাইগার বোলাদের মধ্যে দুটি উইকেট পান শাফিউদ্দিন।
ম্যাচ সেরা হন ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারর্ফম করা শাফিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমএমএস