ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বদলে যাওয়া টাইগারদের আজ টি-টোয়েন্টি পরীক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বদলে যাওয়া টাইগারদের আজ টি-টোয়েন্টি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্যের তৃপ্তি নিয়ে শুক্রবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।



টি-টোয়েন্টিতে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষে খেলা সাতটি ম্যাচেই হার টিম টাইগার্সদের। তবে এমন পরিসংখ্যানের সূচকে বাংলাদেশকে মূল্যয়ন করা নেহাত বোকামি ছাড়া কিছুই নয়!

ওয়ানডে সিরিজে ব্যাট-বলে যেভাবে জ্বলে উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, টি-টোয়েন্টি ম্যাচে সেরকমটা হলে হয়তো পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ শুক্রবারই পেতে পারে বাংলাদেশ-এমনটাই মনে করেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার বিকেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘বোলাররা যেভাবে বল করছে, ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছে তাতে আমরা জেতার আশা করতেই পারি। টি-টোয়েন্টি ডিফারেন্ট ফরম্যাট। এখানে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ন।   যদি শুরুটা ভালো হয়, আশা করি ভালো কিছুই হবে। ’

ওয়ানডে সিরিজটা হয়েছে একপেশে। তিনটি ওয়ানডেতেই পাকিস্তানের হার বিশাল ব্যবধানে। শেষ ম্যাচের হার আট উইকেটে। এমন পরাজয়ের একদিন বাদেই আবার দু’দলের মুখোমুখি লড়াই। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে যোগ দিয়েছেন শহিদ আফ্রিদি,আহমেদ শেহজাদ, সোহেল তানভীরদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, ‘টি-২০ ম্যাচটি একপেশে হবে না। আমার বিশ্বাস পাকিস্তান দল ঘুরে দাঁড়াবে। টি-২০ ম্যাচে যে কোনো দলেরই জয়ের সুযোগ থাকে। এ মুহুর্তে পাকিস্তানের ওয়ানডে দলের চেয়ে টি-টোয়িন্ট দল এগিয়ে। আমি তরুণ দলটির কাছে খুব ভালো পারফরম্যান্স আশা করছি না। তবে দলের ক্রিকেটাররা ছোট ছোট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। ’

মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশের বাইরে রেখে তিন নম্বরে সুযোগ দেয়া হতে পারে লিটন দাশ ও রনি তালুকদারের মধ্যে যে কোনো একজনকে। টি-২০ আজ অভিষেক ঘটতে পারে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহামানের। মাশরাফি, তাসকিনদের সঙ্গে পেস আক্রমনে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ মোস্তাফিজকে।

পাকিস্তান দলে ওপেনিংয়ে সরফরাজ আহমেদের সঙ্গী হচ্ছেন আহমেদ শেহজাদ। সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ ও উমর গুল থাকছেন পেস অ্যাটাকে। শহীদ আফ্রিদির সঙ্গে স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন সাঈদ আজমল।

বাংলাদেশ-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। বৃহস্পতিবার রাতে মিরপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবাহাওয়া অফিস। ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সেটিই ছিল বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ/ লিটন দাশ/রনি তালুকদার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, মুক্তার আহমেদ, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সাদ নাসিম, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমল, উমর গুল।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।