ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৈশাখী ঝড় মাঠে তুলেছে টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বৈশাখী ঝড় মাঠে তুলেছে টাইগাররা রকিবুল হাসান

ঢাকা: পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিকে বাংলাওয়াশ করে টাইগাররা কালবৈশাখী ঝড় মাঠে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এপেক্স বাংলাদেশে ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



রকিবুল হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাসের সবচেয়ে ভালো সময় অতিক্রম করছে। তারা মাঠে যে পারফর্ম করছে, সেটা আমাদের আশা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে তাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি।

ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা টি-২০ ম্যাচ ও টেস্ট সিরিজেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের ক্রিকেট দেশের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে মন্তব্য করে তিনি সব সময় ক্রিকেট দলের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকেও জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।

স্বেচ্ছাসেবী এ সংগঠনটির ৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বিত্তবানদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে। সেই হক যদি তারা ঠিক মতো আদায় করেন, তাহলে দেশের অনেক অসহায় মানুষ উপকৃত হবেন।

স্বেচ্ছাশ্রমে নিজেদের টাকায় আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য তিনি এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

সংগঠনের চেয়ারম্যান ফারুকুল ইসলাম শোভার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির জাতীয় সভাপতি সৈয়দ নুরুর রহমান, কর্মীর হাত সংগঠনের সভাপতি আবদুস সোবহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএ/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।