ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

টাইগারদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, এপ্রিল ২৪, ২০১৫
টাইগারদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ফাইল ফটো

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে টাইগারদের একমাত্র টি-টোয়েটিস্ট ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানদের যখন চেপে ধরেছে টাইগার বোলাররা তখন লাইভ টেলিকাস্টে টেলিভিশন স্ক্রিনে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলা উপভোগ করতে প্রধানমন্ত্রী চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।
 
ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দিত করেন।   

বাংলাদেশ সময় ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।