ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বরূপে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
স্বরূপে সাকিব ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: স্বরূপে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন দৃষ্টিনন্দন অর্ধশতক।

ফর্মে থাকা উদ্বোধনী জুটি তামিম-সৌম্য অল্প রানেই বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর ভালো শুরু করেও বিদায় নেন মুশফিকুর রহিম।

এরপরই হাসতে শুরু করে সাকিবের ব্যাট। সাঈদ আজমল ও উমর গুলদের শাসন করে বাংলাদেশর জয়ের পথ সুগম করে তোলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অর্ধশতক হাঁকাতে সাকিব খেলেন মাত্র ৪০টি বল। এরপর ৪১তম বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে বাংলাদেশকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

এর আগে বল হাতে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৭ রান দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাদশে সময়: ৩১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমজেএফ/

** অভিষেকে আফ্রিদি-হাফিজ বধ মুস্তাফিজের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।