ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে সাব্বিরের প্রথম অর্ধশতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
টি-টোয়েন্টিতে সাব্বিরের প্রথম অর্ধশতক ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতক তুলে নিলেন তরুণ-তুর্কি টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচেই এ অর্ধশতক তুলে নিলেন সাব্বির।



বিশ্বকাপ আসরে নিজের জাত চেনানো সাব্বির মাত্র ৩১ বলে অর্ধশতক হাঁকান। এ অর্ধশতক হাঁকাতে সাতটি চার ও একটি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৩২ বলে ৫১  রানে অপরাজিত থাকেন সাব্বির।

২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাব্বিরের।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।