ঢাকা: অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের ছেলে মুস্তাফিজুর রহমান। শুক্রবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের শুরুতেই পাকিস্তানী ওপেনারদের দুশ্চিন্তায় ফেলেন ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
নিজের তৃতীয় ওভারে পাক-অধিনায়ক শহিদ আফ্রিদিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাফল্য পান এই বাঁহাতি পেসার। এর পর নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলে মোহাম্মদ হাফিজকে এলবিডব্লুউ’র ফাঁদে ফেলেন বাঁহাতি এই সুইং-বোলার। ইনিংসের আঠারোতম ওভারে মাত্র ৪ রান দেন তিনি।
মুস্তাফিজের বোলিং নৈপুন্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নম্বর দলটিকে ১৪১ রানে আটকে দিতে সক্ষম হয় বাংলাদেশ দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কন্ঠেই ঝড়লো মুস্তাফিজ বন্দনা।
ম্যাচ শেষে শহিদ আফ্রিদি বলেন, ‘বাংলাদেশের বাঁহাতি পেসারটি (মুস্তাফিজ) খুব ভালো বল করেছে। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। উইকেটের কন্ডিশনকে সে পুরোপুরি কাজে লাগিয়েছে। ’
মুস্তাফিজের বোলিং সম্পর্কে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মুস্তাফিজ ব্রিলিয়ান্ট বোলিং করেছে। আজ মুস্তাফিজ ম্যান অব দ্য ম্যাচ হলেও আমি অবাক হতাম না। ’
দারুণ বোলিং করে অভিষেকেই সম্ভাবনার দ্যূতি ছড়িয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসার সৈয়দ রাসেলের পর হয়তো আরো এক বাঁহাতির উত্থান, টাইগার শিবিরে!
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকে