ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ক্রিকেট

টেস্ট সিরিজ ‘ড্র’ করলেই খুশি হবেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, এপ্রিল ২৫, ২০১৫
টেস্ট সিরিজ ‘ড্র’ করলেই খুশি হবেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পাকিস্তান সিরিজে শতভাগ সাফল্য দিয়ে শেষ করলেন তার দায়িত্ব। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও সহজ জয় পায় মাশরাফির দল।



সামনে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজে খেলবেন না মাশরাফি , অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে বাংলাদেশ দল ‘ড্র’ করতে পারলেই খুশি হবেন মাশরাফি। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘টেস্ট সিরিজ যদি আমরা ‘ড্র’ করতে পারি তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ফলাফল হবে। টেস্ট ক্রিকেটে আমাদের অনেক ইমপ্রুভ করতে হবে। ’

মাশরাফি আরো যোগ করে বলেন, ‘শেষ ছয়-সাত মাস কিন্তু আমরা সাদা বলেই প্র্যাকটিস করে এসেছি।   টেস্ট ক্রিকেটে  প্রস্তুতিটা খুব ভালো দরকার। কারণ, এটা ডিভারেন্ট বল গেম। ’

শুক্রবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ জয়ে বোলারদের কৃতিত্ব দেন মাশরাফি। মাশরাফি বলেন, ‘আমি সব সময় বলে এসেছি শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট কিংবা ওয়ানডেতেও বোলাররা ভালো করলে ম্যাচ জেতা সহজ হয়ে যায়। যখন ব্যাটসম্যানরা ৩০০-৩৫০ রান করে তখন উইকেট ভাল হলে কিন্তু চেজ হয়ে যায়। সবসময় আমি বিশ্বাস করি ক্রিকেটটা বোলারদের খেলা। আজকেও তাই হয়েছে। ’

টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দল পাকিস্তানকে ১৪২ রানে বেঁধে ফেলে।   লক্ষ্যটা তাই খুব কঠিন ছিল না। শেষ পর্যন্ত  ২২ বল ও সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগার ব্যাটসম্যানরা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।