ঢাকা: ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। টাইগারদের ক্রিকেট বিজ্ঞাপন সাকিব ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে ৫০টি অর্ধশতকের মালিক হয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে সাকিব এ কৃতিত্ব গড়েন।
টেস্ট ক্যারিয়ারে তিনটি শতক হাঁকানো সাকিবের এ ফরমেটে অর্ধশতক রয়েছে ১৭টি। যেখানে তার ব্যাটিং গড় ৩৮.৩১।
ওয়ানডেতে দেড়শো ম্যাচ খেলা সাকিবের শতকের সংখ্যাটা টেস্টের দ্বিগুন। ৬টি শতক হাঁকানো বিশ্বসেরা এ অলরাউন্ডার ওয়ানডেতে অর্ধশতকের কোটা পার হয়েছেন আরও ২৮ বার। যেখানে তার ব্যাটিং গড় ৩৪.৮০।
আর ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাকিব আল হাসান ক্রিকেটের ক্ষুদ্র এ সংস্করণে ৫ বার অর্ধশতকের দেখা পেয়েছেন। ৮৭টি চার আর ২০টি ছক্কা হাঁকানো সাকিবের টি-টোয়েন্টিতে মোট রান ৮০৯ (৬২৮ বলে)।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমআর