খুলনা: খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল (মঙ্গলবার) শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।
এ ম্যাচকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনায় পৌঁছেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল ও মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।
পৃথক দু’টি বাসে করে খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এ পৌঁছান টাইগার ও পাকিস্তানি ক্রিকেটাররা। সিটি-ইন এ পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কোনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখা হয়নি।
এর আগে, বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে যশোর বিমানবন্দরে অবতরণ করেন দুই দলের ক্রিকেটাররা। যশোর থেকেই খুলনার উদ্দেশে বাসযোগে রওয়ানা হন তারা।
সাকিব-মুশফিকদের দেখতে বিকেল থেকেই হোটেলের সামনের সড়কে ভিড় জমান ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটারদের হোটেলে প্রবেশের পরও তাদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা জানান, রাতে হোটেলে খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে শুরু হবে অনুশীলন। সকাল ১০টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনে নামবে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১টা পর্যন্ত অনুশীলন শেষে হোটেলে ফিরবেন তারা। দুপুর আড়াইটায় শুরু হবে টাইগারদের অনুশীলন। চলবে বিকেল ৬টা পর্যন্ত। ২৭ এপ্রিল পর্যন্ত দুই দলই সকাল ও বিকেলে পর্যায়ক্রমে অনুশীলন করবে।
শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আবদুস সাত্তার কচি বাংলানিউজকে জানান, খেলা উপলক্ষে স্টেডিয়ামের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। স্টেডিয়ামের গ্যালারিতে নতুন চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে। এছাড়া, আউট ফিল্ড ও উইকেট পুরোপুরি প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমআরএম/এইচএ