ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে লিড নিল ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
সিরিজে লিড নিল ইংলিশরা ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে জিতে ১-০ তে লিড নিল ইংল্যান্ড। গ্রানাডায় জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিংয়ের পর অধিনায়ক অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালেন্সের ব্যাটিং দৃড়তায় নয় উইকেটে বিশাল জয় প‍ায় সফরকারীরা।



২০২ রানে দুই উইকেট হারানো ক্যারিবীয়রা পঞ্চম দিনে এসে নিজেদের খেলার ধরণ আর ধরে রাখতে পারেনি। আগের দিনের সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্র্যাথওয়েট ১১৬ রান করে অ্যান্ডারসনের শিকার হন।

তবে এর পরেই অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়েন। শেষ ৮৪ রানে স্বাগতিকরা পরের আট উইকেট হারায়। অ্যান্ডারসন তুলে নেন চারটি উইকেট।

পরে কুক বাহিনীর সামনে মাত্র ১৪৩ রানের টার্গেট দাড়ায়। কিন্তু ইংলিশদের দ্বিতীয় ইনিংসে মাত্র দুই রানেই জোনাথন ট্রট আউট হলে বিপাকে পড়ে সফরকারীরা। তবে অন্যদিকে কুক ও ব্যালেন্স ১৪২ রানের পার্টনারশিপ গড়লে জয় নিশ্চিত করে দলটি। কুক ৫৯ ও ব্যালেন্স ৮১ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে ইংলিশদের হয়ে ১৮২ রানে অপরাজিত থাকা জো রুট।

আগামী মে মাসের এক তারিখে ব্রিজটাউনে দু’দলের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।