ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাজে ভাবে হোয়াইটওয়াশ। পরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানের ভরাডুবির পর নিজের মুখ আর বন্ধ রাখতে পারলেন না দলটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।
ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ জানান, এই দলটির দিক নির্দেশনার ও সতেজতার অভাব রয়েছে।
আইপিএলের আসরে ধারাভাষ্যকার হিসেবে ভারতে অবস্থান করা রমিজ বলেন, ‘বাংলাদেশে যেসব ক্রিকেটার খেলতে গেছে তাদের ভেতর অভিজ্ঞ কয়েকজন আছে। তবে তাদের মধ্যে সতেজতা ও নির্দেশনার অভাব রয়েছে। দলটি এখনও পুরোনো আমলে পড়ে আছে। উইকেট ধরে রাখছে আর শেষের ১০ ওভার হাত খুলে খেলতে যাচ্ছে। এটা আসলে ৮০ কি ৯০ দশকের মতাদর্শ। ’
রমিজ আরও জানান, পাকিস্তানকে উন্নতি করতে হলে টি-২০ ধাঁচের খেলা শুরু করতে হবে।
১৯৯২ বিশ্বকাপ জয়ী এ ক্রিকেটার হতাশা জানিয়ে আরো বলেন, ‘এই সিরিজটি দলের জন্য খুবই লজ্জাজনক। আমি মনে করি এটা আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে সফর। ’
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএমএস