ঢাকা: ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে প্রাপ্ত অবসরের সমস্ত অর্থ বেঙ্গল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আঙ্কিত কেশরির পরিবারকে দিয়েছেন। তরুণ ক্রিকেটার আঙ্কিত কিছুদিন আগে ক্রিকেটে খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন।
ইস্ট বেঙ্গল ও ভবানিপুরের মধ্যকার ম্যাচে বেঙ্গলের হয়ে পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছিলেন আঙ্কিত। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয় আঙ্কিতের।
ব্যাটিং থেকে একটি ক্যাচের সম্ভাবনা জাগলে তা ধরতে গিয়ে আরেক সতীর্থ সৌরভ মন্ডলের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আঘাতটি পান আঙ্কিত।
মাঠে আঘাত পাওয়ার পর আঙ্কিতের দম বন্ধ হয়ে আসায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তিন দিন পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ নামক সমস্যার কারণে ২০ বছর বয়সী এ ক্রিকেটারের মৃত্যু হয় বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর