ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপি ও রুপালী ব্যাংকের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
বিকেএসপি ও রুপালী ব্যাংকের জয়

ঢাকা: মহিলা ক্রিকেট লিগের রোববারের (২৬ এপ্রিল) ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি ও রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। এভি স্পোটিং ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে বিকেএসপি।

অপর ম্যাচে জহুরুল ইসলাম সিটি ক্লাবের বিপক্ষে ছয় উইকেটের জয় পায় রুপালী ব্যাংক।
 
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে এভি স্পোর্টিং ক্লাবের দেয়া ৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট ও সাত বল হাতে রেখে জয় নিশ্চিত করে বিকেএসপি।

বিকেএসপির ওপেনার মোর্শেদা ২৯ ও অধিনায়ক ফারজানা আক্তার ২০ রান করেন। আট ওভার বোলিং করে ১৭ রানে দুই উইকেট নেন রুপালী ব্যাংকের পেসার লিলি রানি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জান্নাতুল ফেরদৌসের বোলিং তোপে ৩৯.২ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয় এভি স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন শাহনাজ পারভিন। ৬.২ ওভ‍ার বোলিং করে দু’টি মেডেনসহ ৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস।

দারুণ বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে অপর ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৪০ ওভারে চার উইকেট হারিয়ে ১০৫ রান করে জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব। নুজহাত তাসনিয়া সর্বোচ্চ ৩৯ করে অপরাজিত থাকেন। জেসিয়া আক্তার, সাথিরা জাকির ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট নেন।

জবাবে লতা মন্ডলের ৪৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে চার উইকেট হারিয়ে ৫৯ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে রুপালী ব্যাংক। জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাবের হয়ে শাহরিমা খাতুন দু’টি উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হয়েছেন লতা মন্ডল।

২০১৪-১৫ মৌসুমের মহিলা ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পাঁচ ম্যাচে সবকটিতেই জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রুপালী ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।