ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভূমিকম্পে কেঁপেছে ক্রিকেটারদের হৃদয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ভূমিকম্পে কেঁপেছে ক্রিকেটারদের হৃদয়

ঢাকা: শনিবার (২৫ এপ্রিল) নেপাল, বাংলাদেশ ও ভারতে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯।

ভয়ংকর এই ভূমিকম্পে নেপালের প্রায় দুই হাজার মানুষ নিহত হয়। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে ক্রিকেটারদের হৃদয়। ভূমিকম্পের পর অনেক ক্রিকেটার-ই টুইটারে টু্‌ইট করেছেন।

শ্রীলংকান ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে লিখেছেন, ‘নেপালিদের জন্য খুব দু:খের সময়। স্বজনহারা পরিবারদেরকে সমবেদনা জানাই ও প্রার্থনা করি। ’

ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসেন লিখেন, ‘নেপাল/ভারত/বাংলাদেশের জনগন- তোমাদের নিয়ে ভাবছি। ’

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান লিখেছেন, ‘আমাদের প্রার্থনা নেপালের জনগন যাতে খুব দ্রুতই ভূমিকম্পের বিপর্যয় কাটিয়ে উঠতে পারে। আমরা দ্রুতই মানবিক সাহায্য পাঠাবো। ’

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস টুইট বার্তায় লিখেছেন, ‘শক্তিশালী ভূমিকম্প কলকাতায় আঘাত হেনেছে। এটা স্মরণ করায়, প্রকৃতির শক্তি কত! আশা করি, সবাই সুরক্ষিত আছে। ’

আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ও ব্রা’য়েন লিখেন, ‘আশা করি সবাই নেপালবাসীর জন্য প্রার্থনা করছে। নিরাপদে থাক তোমরা। ’

এছাড়াও ভিভিএস লক্ষণ, রোহিত শর্মা, মরনে মরকেল, অ্যাঞ্জেলো ম্যাথুজরাও টুইটবার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।